আমি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এই স্কুলে পড়ছি পাঁচ বছর ধরে। এত দীর্ঘ সময়ের জন্য কখনো বন্ধ থাকেনি স্কুল। আগে বেশি ছুটি পেলে খুব মজা লাগত কিন্তু এখন স্কুলের জন্য মনটা ভেঙে যাচ্ছে।
এই স্কুলে আমার প্রথম দিনটার কথা খুব ভালোভাবে মনে আছে। ২০১৬ সালের ৪ জানুয়ারির কথা, যেদিন আমি ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হই। প্রথম শ্রেণি শিক্ষক ছিলেন দীন ইসলাম স্যার। কতই না সোনালী দিনের সাক্ষী আমার প্রাণের স্কুলটা।
স্কুল খোলার পর প্রথমে মন ভরে স্কুলটাকে দেখব। আমার প্রিয় ক্লাসরুম, টেবিল, বেঞ্চ সবকিছু ভালো করে দেখব। স্বাস্থ্যবিধি মানতে হবে বটে কিন্তু তা মেনেই প্রাণপ্রিয় বন্ধুদের সাথে কুশলাদি বিনিময় করব।
প্রিয় শিক্ষকদের ক্লাসে উপস্থিত থাকব সরাসরি। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইব আর আমাদের সুরে মুখরিত হবে স্কুল প্রাঙ্গণ। কিন্তু কবে আসবে সেই কাঙ্খিত আনন্দের দিন? সেই দিনের অপেক্ষাতেই আছি।
মাইনুল ইসলাম তানিম