Opinions Stories About Engagement Reports Join Now
Join U-Report, Your voice matters.
কি এই ইউ-রিপোর্ট?

ইউ-রিপোর্ট নতুন প্রজন্মের মত প্রকাশের একটি মাধ্যম।

এই ম্যাসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা ইউ-রিপোর্টারদের কাছে নিয়মিত প্রশ্ন পাঠাই। প্রশ্নগুলো হতে পারে অনেক বিষয়ে।

সারা দেশে আমাদের ইউ-রিপোর্টাররা তাদের মতামত ব্যাবহার করে সেগুলোর উত্তর পাঠিয়ে থাকে তাদের ফোনের ম্যাসেজ অথবা ফেসবুক ব্যাবহার করে। এখানে গুরুত্বপূর্ণ অনেক কথা বলা যায় পরিচয় প্রকাশ না করে।

দেশজুড়ে সবার যা মতামত – এই ফলাফল নিয়মিত তোমাদের কাছে পৌঁছে দিবে ইউ-রিপোর্ট। এই ওয়েবসাইটে লাইভ দেখা যায় সবার দেয়া উত্তরের ফলাফল ।

ইউ-রিপোর্ট ব্যবহৃত হয় বিশ্বের বিভিন্ন দেশে । সেখানে কিশোর-কিশোরীরা তাদের জীবনের অনেক বিষয়ে কথা বলে ইউ-রিপোর্টের মাধ্যমে।


তুমিও কি হবে আমাদের ইউ-রিপোর্টার? বন্ধুদেরকে নিয়ে আমাদের সাথে আসো! 

 

ইউ-রিপোর্ট পরিবারে যোগ দিতে এই লিঙ্কটিতে প্রেস কর à https://www.facebook.com/UReportBangladesh/

 

অথবা আমাদের ফেসবুক পেইজে গিয়ে ম্যাসেজ বাটনটি প্রেস কর । সহজ কিছু তথ্য দাও, যেমন তোমার বয়স, তুমি ছেলে না মেয়ে এবং বাংলাদেশের কোন বিভাগে তুমি থাকো। ইউ-রিপোর্ট যোগ দিতে আর কোন ব্যাক্তিগত তথ্যের প্রয়োজন হবে না।


ইউ-রিপোর্ট কিভাবে কাজ করে


প্রতি সপ্তাহে স্থানীয় বা জাতীয় পর্যায়ের বিভিন্ন বিষয়ে কিছু প্রশ্ন তোমাদের কাছে পাঠাবে ইউ-রিপোর্ট। ফেসবুক মেসেন্জার বা ফোন ম্যাসেজের মাধ্যমে প্রশ্নের উত্তর দাও। কিছু দিনের মধ্যেই দেশজুড়ে ইউ-রিপোর্টারদের দেওয়া উত্তর পৌঁছে যাবে তোমাদের হাতের মুঠোয়। এই ওয়েবসাইটেও ফলাফল দেখা যাবে লাইভ!


See by the numbers how we are engaging youth voices for positive social change.
EXPLORE ENGAGEMENT