Opinions Stories About Engagement Reports Join Now
Join Now


1
How would you like to join?
Text
Facebook
2
১ম ধাপ
ফেসবুকে Fb.com/U-ReportBangladesh পেইজটিতে যান। “Send Message” বাটনে প্রেস করে উত্তরের জন্য অপেক্ষা করুন।
3
২য় ধাপ
সহজ কিছু তথ্য দিন, যেমন আপনার বয়স, আপনি ছেলে না মেয়ে এবং বাংলাদেশের কোন বিভাগে আপনি থাকেন। আপনার দেওয়া প্রতিটি তথ্যই নিরাপদ এবং সংরক্ষিত থাকবে। ব্যক্তিগত কোনো তথ্য আমরা কখনোই জানতে চাইবনা।
4
৩য় ধাপ
সব প্রশ্নের উত্তর দেওয়া শেষ হলে আপনি একটি স্বাগতম বার্তা পাবেন। এর মানে এখন থেকে আপনি একজন রেজিষ্টার্ড ইউ-রিপোর্টার!
5
৪র্থ ও শেষ ধাপ
একজন ইউ-রিপোর্টার হিসাবে আপনি কিছু জরিপে অংশ নেবার সুযোগ পাবেন যা আপনাকে আপনার মত প্রকাশের সুযোগ দিবে। আপনার একটি মতামত যে কতকিছু বদলে দিচ্ছে সেটা আপনি নিজেই দেখতে পাবেন এই ওয়েবসাইট-এ।
See by the numbers how we are engaging youth voices for positive social change.
EXPLORE ENGAGEMENT