Opinions Stories About Engagement Reports Join Now
Join U-Report, Your voice matters.
STORY
জামালপুরে যুব ও কৈশোরকালিন প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক পরামর্শ সভা

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লোকমান হোসেন ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
কিশোর, কিশোরী যুবক, যুবতীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা গ্রহণে অসুবিধাসমূহ এবং তা উত্তরণে করণীয় শীর্ষক এক পরামর্শ সভা সেপ্টেম্বর জামালপুরে অনুষ্ঠিত হয়।

জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লোকমান হোসেন

জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার,

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এনায়েত করিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোস্তফা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরন নেছা,

উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন সরকার প্রমুখ। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ইউনিসেফ প্রতিনিধি চিকিৎসক মো. আলমগীর

অনুষ্ঠানে জেলার বিভাগীয় প্রধান, বিভিন্ন এনজিও প্রতিনিধি, কিশোর, কিশোরী, যুবক, যুবতীসহ অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন

দলীয় আলোচনায় স্বাস্থ্যসেবা প্রাপ্যতা, অভিগম্যতা, সমস্যা, সমাধানের উপায়, কমিউনিটির করণীয়, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের করণীয়সহ বিভিন্ন বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপিত হয়

সভা সূত্র জানায়, সংক্রান্ত গঠিত প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কমিটিআস্তানাএর চারজন সদস্য বাংলাদেশের বিষয়ক কার্যক্রম উপস্থাপনের জন্য অচিরেই কাজাকাস্থানের যাবার সুযোগ হবে বলে জানা যায়

See by the numbers how we are engaging youth voices for positive social change.
EXPLORE ENGAGEMENT
UNICEF logo