মৌলভীবাজারে বন্যায় বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় বড়দের সঙ্গে শিশুরাও শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছে।
এছাড়া টিউবওয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে।
নয় দিন ধরে বন্যার পানিতে তলিয়ে রয়েছে জেলার বিভিন্ন উপজেলা।
কিছু কিছু জায়গা থেকে পানি নেমে গেলেও এখনও জেলার শেরপুরের হামর কোনা, রাজনগরের কাউয়াদিঘি হাওরের নিম্নাঞ্চল ও কমলগঞ্জের পতন উষার এলাকায় এখনও পানি রয়েছে।
রাস্তার পাশে ঘর তৈরি করে অস্থায়ী আবাস তৈরি করেছে কবলিত এলাকার মানুষ। একদিকে বানের পানি অন্যদিকে যানবাহন শিশুদের জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।