U-Report এটি মেসেজ নির্ভর একটি মাধ্যম যেখানে U-Reporter-দের জরিপের মাধ্যমে কিছু প্রশ্ন করা হয় এবং তারা ফ্রি মাধ্যমে তার উত্তর পাঠান। U-Reporter হল, U-Report-এর সাথে জড়িত স্বেচ্ছাসেবক। ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম, ইন্সটাগ্রাম অথবা মোবাইল এসএমএস এর মাধ্যমে U-Report এ যুক্ত হওয়া যায়।
U-Report, সামাজিক সদস্য এবং তরুনদের এলাকায় কি ঘটছে সেটা নিয়ে কথা বলার, মত প্রকাশ করার এবং তা সকলকে জানানোর সুযোগ দেয়।
সমাজের মানুষ ও তরুনদের বিভিন্ন সমস্যা ও মতামত জানতে চায় এবং তাদেরকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে এবং তাদের সমস্যা ও মতামত ইউনিসেফ এর উন্নয়ন সহযোগী সরকারি প্রতিষ্ঠান, এনজিও, সিএসও প্রতিষ্ঠানের সহযোগীতায় সমাজের মানুষ এবং কিশোর তরুনদের উন্নয়নে কাজ করে থাকে।