Opinions Stories About Engagement Reports Join Now
Join U-Report, Your voice matters.
STORY
বরিশালে কিশোর-কিশোরীদের প্রাইমারি হেলথ কেয়ার বিষয়ক কর্মশালা

অক্টোবর মাসে কাজাগিস্তানে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক প্রাইমারি হেলথ কেয়ার কনফারেন্স’ এর প্রাক্কালে বরিশালে প্রাইমারি হেলথ কেয়ার বিষয়ক কর্মশালা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে এবং ইউনিসেফ এবং ইউএনএফপিএ’র সহযোগিতায় গতকাল বিসিসির করফারেন্স হলে এই কর্মশালায় বেতার শ্রোতা ক্লাব, শিশু পরিষদ, তরুণ সাংবাদিক, স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনসহ ৩১ জন কিশোর-কিশোরী ও যুবক অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরী ও যুবকরা স্বাস্থ্যগত সমস্যা, বিভিন্ন  বাধা এবং প্রাইমারি হেলথ নিশ্চিত করতে যুবকদের অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরে। যা অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রাইমারি হেলথ কনফারেন্সে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করা হবে। সভায় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইসরাইল হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মতিউর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, বরিশাল ইউনিসেফের বিভাগীয় প্রধান ইমানুল গাই, উন্নয়নের জন্য যোগাযোগ কর্মকর্তা সঞ্জিত কুমার দাস, শিশু সুরক্ষা কর্মকর্তা মমিনুন্নেচ্ছা শিখা, প্রোগ্রাম অফিসার আব্দুল জলিল এবং ইউএনএফপিএ এর ফিল্ড অফিসার মোঃ রবিউল ইসলাম।

See by the numbers how we are engaging youth voices for positive social change.
EXPLORE ENGAGEMENT
UNICEF logo