Opinions Stories About Engagement Reports Join Now
Join U-Report, Your voice matters.
STORY
অসচেতনতায় যত্রতত্র প্লাস্টিক আবর্জনা
রাজধানীর কোলাহল থেকে মুক্তি পেতে অনেকেই ছুটে যান বসুন্ধরা এলাকা সংলগ্ন তিনশ ফিট এলাকায়। ঘুরতে আসা মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে চারপাশে বেড়েছে ময়লা ও প্লাস্টিকের স্তুপ।

সরেজমিনে তিনশ ফিটের বালু নদীর পারে অসংখ্য প্লাস্টিকের কাপ, চিপসের প্যাকেট, কোমল পানীয়ের প্লাস্টিকের বোতল পড়ে থাকতে দেখা যায়।

কথা হয় ঘুরতে আসা কয়েক জনের সঙ্গে।

ঘুরতে আসা সুমন বলেন, “আমরা এখানে ঘুরতে আসছি, পরিবেশটা আরেকটু পরিষ্কার হতো তাহলে আর ভালো লাগত। মানুষ যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে তাহলে পরিবেশটা আরো ভালো থাকত।”

এখানে গড়ে ওঠা দোকান মালিকদের অভিযোগ তারা দোকানের সামনে ডাস্টবিন রাখলেও ঘুরতে আসা মানুষ অসেচতনভাবেই বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলেন।

একজন বিক্রেতার সাথে কথা বললে তিনি বলেন, “এটা এখন পর্যটন এরিয়ার মতো হয়ে গেছে। অনেক মানুষ ঘুরতে আসে, কিন্তু তারা ময়লা আবর্জনা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলার কারণে পরিবেশটা দূষিত হচ্ছে।”


সাগরিকা ইসলাম মিনহা (১৬), ঢাকা

See by the numbers how we are engaging youth voices for positive social change.
EXPLORE ENGAGEMENT
UNICEF logo